বাসস বিদেশ-৮ : ভারতে নতুন করে একদিনে ১৩ হাজার ৫২ জন করোনা আক্রান্ত

214

বাসস বিদেশ-৮
ভারত ভাইরাস
ভারতে নতুন করে একদিনে ১৩ হাজার ৫২ জন করোনা আক্রান্ত
নয়াদিল্লী, ৩১ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতে একদিনে নতুন করে ১৩ হাজার ৫২ জন আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৬ হাজার ১৮৩ জন, এদের মধ্যে করোনামুক্ত হয়েছে ১ কোটি ৪ লাখ ২৩ হাজার ১২৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ এ কথা জানান।
দেশটিতে করোনামুক্তির হার ৯৬.৯৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। নতুন করে একদিনে ১২৭ জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ২৭৪ জন। করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৮৪ জন, এই সংখ্যা মোট আক্রান্তের ১.৫৭ শতাংশ।
আইসিএমআর এর হিসাবে ৩০ জানুয়ারি পর্যন্ত ১৯ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ৩৭২ জনের করোনার নমুনা টেস্ট করা হয়েছে, এদের মধ্যে শনিবার ৭ লাখ ৫০ হাজার ৯৬৪ জনের নমুনা টেস্ট করা হয়।
বাসস/পিটিআই/অনু এমএবি/১৯৪০/-কেএমকে