বাসস-দেশ-৪২ : নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সভাপতি-সম্পাদক নির্বাচিত

190

বাসস-দেশ-৪২
নির্বাচন- নড়াইল বার
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সভাপতি-সম্পাদক নির্বাচিত
নড়াইল, ৩১ জানুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ অনুষ্ঠিত নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত এডভোকেট উত্তম কুমার ঘোষ সভাপতি ও এডভোকেট মাহামুদুল হাসান কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ রোববার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১২০জন ভোটারের মধ্যে ১১৯জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ নূর মোহাম্মদ ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ. এফ. এম. হেমায়েতুল্লাহ হিরু।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন: সহ-সভাপতি এডভোকেট আজিজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল কুমার বিশ্বাস, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট জামালউদ্দিন আহম্মদ, লাইবে্িরর সম্পাদক এডভোকেট লাভলী আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্যপদে এডভোকেট অরবিন্দু কুমার মল্লিক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), এডভোকেট মিশকাতুর রহমান সজীব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), এডভোকেট রাজু আহম্মেদ রাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), এডভোকেট মো. টুটুল সিকদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯২৮/এমকে