প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য জেলার উন্নয়নে আন্তরিক : মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

297

বান্দরবান, ৩১ জানুয়ারি, ২০২১ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য জেলার উন্নয়নে আন্তরিক। আওয়ামী লীগ মেহনতি মানুষের কথা বলে, তাদের জন্য কাজ করে। এই সরকারের আমলে পার্বত্য অঞ্চলের আনাচে-কানাচে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে কমেছে দেশের দারিদ্র্যতা আর বেড়েছে আয়।
আজ সকালে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভার সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শফীউল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লক্ষী পদ দাস, ক্যানে ওয়ান চাক ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো: জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নিবার্হী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ,নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচিসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থয়ানে ৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রকৌশল বিভাগের প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ১২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মোট ৬৫ কোটি টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ।