বাসস দেশ-৩৩ : নীলফামারীতে ৬০ হাজার ডোজ করোনার টিকা পৌঁছেছে

126

বাসস দেশ-৩৩
করোনার টিকা- নীলফামারী
নীলফামারীতে ৬০ হাজার ডোজ করোনার টিকা পৌঁছেছে
নীলফামারী, ৩১ জানুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ ৬০ হাজার ডোজ কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এর টিকা এসে পৌঁছেছে।
আজ রোববার দুপুর দুইটায় জেলা ইপিআই স্টোরের সামনে নীলফামারীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ টিকা গ্রহন করেন।
বেক্সিমকো ফার্মার দিনাজপুর ডিপো ইনচার্জ অমল কুমার সেন একটি ফ্রিজার ভ্যানে করে এসব টিকা বহন করে আনেন।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন, ঔষধ প্রশাসনের ত্বত্তাবধায়ক কাজী মোহাম্মদ ফরহাদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজ্জাকীন প্রমুখ।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, প্রথম ধাপে জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসে পৌঁছেছে। সারাদেশের ন্যায় আগামী ৭ ফেব্রুয়ারি জেলায় টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। এজন্য নীলফামারী জেনারেল হাসপাতালে একটি কেন্দ্র তৈরী করে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। অপর দিকে জেলার অবশিষ্ট পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে বুথ স্থাপন করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৪০/এমকে