মানুষের আস্থার শেষ ভরসা হচ্ছে বিচার বিভাগ ও সংবাদ মাধ্যম : আবুল কালাম আজাদ

759

মুন্সীগঞ্জ, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেছেন, মানুষের আস্থার শেষ ভরসা হচ্ছে বিচার বিভাগ ও সংবাদ মাধ্যম। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে তাঁকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে প্রেসক্লাবের কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আজাদ বলেন, ‘মানুষের আস্থার শেষ ভরসা হচ্ছে বিচার বিভাগ ও সংবাদ মাধ্যম। আপনারা সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি সততার সাথে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে নেবেন।’
স্থানীয় সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘লৌহজং প্রেসক্লাবের অগ্রযাত্রায় আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।’
পরে প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। সবশেষে লৌহজং প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদের ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কেটে তাঁকে শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।