বাসস দেশ-৪৩ : বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিপার্স কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

180

বাসস দেশ-৪৩
খালিদ- শিপার্স কাউন্সিল- সাধারণ সভা
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিপার্স কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা, ৩০ জানুয়ারি ২০২১ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিপার্স কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নয়নের চিত্র শুধু মন্ত্রণালয়ের নয়: এ চিত্র সমগ্র বাংলাদেশের।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিতে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি)- এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসসিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান, পরিচালক আরজু রহমান ভূঁইয়া, একেএম আমিনুল মান্নান খোকন, সৈয়দ মো. বখতিয়ার প্রমুখ।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন- আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা, আমি বাংলার মানুষের অধিকার চাই।’ নিশ্চয়ই প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করব। শিপার্স কাউন্সিল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, গ্রামের মানুষের আগে গায়ের পোশাক ছিলনা। ১০-১৫ বছর আগে বাংলাদেশে মংগা ছিল। শিক্ষার ব্যবস্থা ছিলনা, চিকিৎসা ছিলনা। এখন মানুষের মৌলিক চাহিদা পাঁচটির মধ্যে চারটি হয়ে গেছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, একটি মানুষও গৃহহীন থাকবেনা। আমাদের স্বাধীনতার সুখ হচ্ছে এটাই।
শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন বিশেষ করে বিগত ১০-১২ বছরে নৌপরিবহন মন্ত্রণালয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণেই করোনার মতো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি।
বাসস/সবি/এমএআর/২০৩৬/কেএমকে