বাসস ক্রীড়া-১৫ : প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স টেস্টে নিয়ে যেতে চান কর্নওয়াল

200

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-কর্নওয়াল
প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স টেস্টে নিয়ে যেতে চান কর্নওয়াল
চট্টগ্রাম, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস) : দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৭ রানে ৫ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহি অফ-স্পিনার রাকিম কর্নওয়াল। টেস্ট সিরিজের আগে এমন পারফরমেন্স আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে জানান তিনি।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে এই সাফল্য টেনে নিতে পারবেন মনে করছেন কর্নওয়াল।
তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় দিন শেষে কর্নওয়াল বলেন, ‘আমি মনে করি, আমার আত্মবিশ্বাস ভালো। এই আত্মবিশ্বাস নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। টেস্টের আগে আরও দুই দিন বাকি আছে, আমার বিশ্বাস টেস্ট ম্যাচে নিজেকে প্রস্তুত করার জন্য যা দরকার আমি সেটা পারব ।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি পরের সপ্তাহে শুরু হওয়া টেস্ট ম্যাচেও একই অবস্থা হবে। তাই এমন কোনও কিছুর উপর অনুশীলন করা ভালো যা আপনি ম্যাচটি করতে পারবেন। টেস্ট ম্যাচের জন্য সকল কিছুতে আপনার পরিকল্পনা অনুযায়ী করতে পারবেন।’
ইনিংসে সাফল্য পাবার পেছনে সঠিক জায়গায় বল করাই মূল চাবিকাঠি ছিলো বলে জানান কর্নওয়াল।
তিনি বলেন, ‘আমি বিষয়টি খুব সহজভাবে দেখেছি, সঠিক লেন্থে বল করেছি এবং দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা অব্যাহত রেখেছি।’
কর্নওয়ালের দুর্দান্ত বোলিংএর সাথে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দ্বিতীয় দিন শেষে দলকে বড় লিড এনে দিয়েছেন এনক্রুমার বোনার। আগামীকাল ম্যাচের শেষ দিন সেঞ্চুরির স্বপ্ন দেখছেন তিনি। তবে দিনের খেলা শুরুর আগে ইনিংস ঘোষনা করলে, বোনারের সেই স্বপ্ন পুরন হবেনা।
বোনার বলেন, ‘এটি ছিল স্ট্রেইট ব্যাটে খেলা এবং বিশ্বাসের বিষয় । যা আমার পক্ষে কাজ করেছিলো।’
বোনার আশা করছেন, প্রস্তুতি ম্যাচে যেমন উইকেট পেয়েছেন, টেস্ট ম্যাচেও তেমনটি পাবেন। তিনি আরও বলেন, ‘এটি ভালো ছিলো (টেস্ট ম্যাচের জন্য ভালো প্রস্তুতি)। এটি অনেকটা একই রকম উইকেট ছিলো। এখানে বল নিচু হয়েছে এবং স্পিনও হয়েছে। আমি মনে করি, টেস্ট ম্যাচে আগে খুবই ভালো অনুশীলন হয়েছে।’
বোনার বলেন, ‘আমি যতটা সম্ভব ব্যাট করতে চাই। আমরা উপমহাদেশে সাধারণ খেলিনা। তাই এমন উইকেটে অনেক বেশি সময় ব্যাট করতে চাই। এটি অবশ্যই টেস্ট ম্যাচে সহায়তা করবে।’
বাসস/এএমটি/২০২০/-স্বব