বাসস দেশ-৩৮ : বগুড়ার শিবগঞ্জ, ফেনী, নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত

193

বাসস দেশ-৩৮
পৌরসভা-নির্বাচন
বগুড়ার শিবগঞ্জ, ফেনী, নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত
ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস) : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপে সারা দেশে ৬৩ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাসস সাংবাদিকদের পাঠানো সর্বশেষ খবরে জানা যায়- বগুড়ার শিবগঞ্জ, ফেনী, নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বগুড়া : সহকারী রিটার্নি অফিসার আনিসুর রহমান জানান, জেলার শিবগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক প্রার্থী বিপুল ভোটে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট।
ফেনী : সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানির্ং কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী জানান, ফেনী পৌরসভা নির্বাচনে ৬৭ হাজার ভোটের বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা)। নির্বাচনে নৌকা প্রতীকে স্বপন মিয়াজী পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট। নির্বাচন কর্মকর্তা জানান, ৪৫টি কেন্দ্রের ২৪১টি কক্ষে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নড়াইল : জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা ১৯ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্র্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির জুলফিকার আলী মন্ডল ধানের শীষ প্রতীক পেয়েছে ৪ হাজার ৩৬৬ ভোট। কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের ওয়াহিদুজ্জামান হিরা নৌকা প্রতীকে ১২ হাজার ২৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৬২৪ ভোট। নড়াইল পৌরসভায় ৭৪.৯২% এবং কালিয়া পৌরসভায় ৮২% ভোট পড়েছে বলেও জানান তিনি।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫০/কেজিএ