বাসস দেশ-৩৭ : নড়াইলের দুই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

182

বাসস দেশ-৩৭
নড়াইল-ভোট
নড়াইলের দুই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী
নড়াইল, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস) : নড়াইল ও কালিয়া পৌরসভায় শান্তিপূর্ণভাবে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার দু’টি পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা ১৯ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্র্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির জুলফিকার আলী মন্ডল ধানের শীষ প্রতীক পেয়েছে ৪ হাজার ৩৬৬ ভোট।
কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের ওয়াহিদুজ্জামান হিরা নৌকা প্রতীকে ১২ হাজার ২৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৬২৪ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারিভাবে নড়াইল পৌর সভায় আওয়ামী লীগের আঞ্জুমান আরা এবং কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের ওয়াহিদুজ্জামান হিরা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নড়াইল পৌরসভায় ৭৪.৯২% এবং কালিয়া পৌরসভায় ৮২% ভোট পড়েছে বলেও জানান তিনি।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৪০/কেজিএ