গোপালগঞ্জে শুরু হয়েছে বাফুফের বয়স ভিত্তিক ট্যালেন্ট হান্ট

324

গোপালগঞ্জ ৩০ জানুয়ারি ২০২১ (বাসস) : গোপালগঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বয়স ভিত্তিক প্রতিভাবান খেলোয়ার বাছাই কার্যক্রম (ট্যালেন্ট হান্ট)।
আজ শনিবার সকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে এ বাছাই পর্বের খেলা শুরু হয়। দুই দিনের এই বাছাই পর্বে আগত তিন শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে নির্বাচন করা হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ মোঃ আবুল হোসেন ও সাহানুর রহমান বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এ সময় গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসিমুদ্দিন খান খসরু, সহ সভাপতি আলী আকবর মিল্টন, জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক শফিক আহম্মেদ ডিটু,সাবেক সভাপতি আহম্মদ অলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।