বাসস ক্রীড়া-১৪ : ওয়ানডেতে ব্যর্থ হলেও টেস্ট সিরিজে ভাল করতে আশাবাদী লিটন

114

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-লিটন
ওয়ানডেতে ব্যর্থ হলেও টেস্ট সিরিজে ভাল করতে আশাবাদী লিটন
ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস) : ওয়ানডে সিরিজের ব্যর্থতাকে পিছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে স্মরণীয় করে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
ক্যারিবিয়দের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে মাত্র ৩৬ রান করেছেন লিটন। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে বাংলাদেশী রেকর্ড ১৭৬ রানের ইনিংসের অসাধারন এক ইনিংসের পর যা ছিল অত্যন্ত হতাশাজনক।
চট্টগ্রামে দলের অনুশীলন শেষে আজ লিটন বরেন, ‘দীর্ঘ দিন পর টেস্ট দলে ফিরতে পেরে সত্যিই দারুন খুশি। টেস্ট ক্রিকেট আলাদা বলের খেলা এবং দেশের হয়ে টেস্ট খেলার অনুভুতিটাই আলাদা।’
লিটন আরো বলেন,‘ ওয়ানডে সিরিজে আমি ভাল করতে পারিনি। তবে টেস্ট ভিন্ন ফর্মেটের খেলা। আমি ওয়ানডে সিরিজ ও পারফরমেন্স নিয়ে ভাবতে চাইনা, সেটা এখন অতীত। টেস্ট ক্রিকেটে আমার ভিন্ন ভুমিকা আছে, সুতরাং দলের জন্য আমি আমার সেরাটা দিয়ে ভাল করতে চেস্টা করব।’
ওয়ানডে ক্রিকেটে লিটন সাধারনত ওপেনার হিসেবে খেলে থাকেন এবং উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন না। তবে টেস্ট ক্রিকেটে তিনি ব্যাট হাতে সাত নম্বও পজিশনে খেলেন এবং একই সাথে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন।
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ হলেও টেস্টে তারা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে মনে করছেন লিটন। কেননা ওয়ানডের তুলনায় সফরকারীদের ব্যাটিং-বোলিং লাইন আপ দুটোই ভাল।
‘ আমি মনে করছি টেস্ট সিরিটি আমাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জের হবে। তাদের পেস ও স্পিন বোলিং আক্রমন ভাল। অনেক কিছুর ওপর অবস্থা নির্ভর করবে’-উল্লেখ করেন তিনি।
‘আমরা দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেট খেলতে নামছি। আমি মনে করছি আমাদের তুলনামুলক ভাল ক্রিকেট খেরতে হবে। আমাদের ক্রিজে টিকে থাকতে হবে এবং প্রতিটি সেশনে ম্যাচের অবস্থা আমাদের মানিয়ে নিতে হবে। ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই পার্টনারশীপ গুরুত্বপুর্ন-আমাদের বড় ও ভাল পার্টনারশীপ গড়তে হবে।’
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে এ সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান।
দলের সেরা পারফরমেন্স বের করে আনতে সাকিবের অন্তর্ভুক্তি সহায়ক হবে বলেন লিটন।
তিনি বলেন,‘ সাকিব ভাই সব সময়ই ম্যাচে একটা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেন এবং ভাল পারফরমেন্স করতে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন। তার অন্তর্ভুক্তি সব সময়ই আমাদের ব্যাটিং-বোলিংকে শক্তিশালী করে। আমরা টেস্ট ক্রিকেট খেলতে মুখিয়ে আছি এবং সবাই ভাল করার জন্য ক্ষুধার্ত। আশা করছি সব কিছু ভালই হবে।’
বাসস/এসএমপি/১৯৩৫/স্বব