বাসস বিদেশ-৮ : আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ সৈন্য নিহত, তালেবানের দায় স্বীকার

121

বাসস বিদেশ-৮
আফগানিস্তান-বোমা-বিস্ফোরণ
আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ সৈন্য নিহত, তালেবানের দায় স্বীকার
জালালাবাদ (আফগানিস্তান), ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশের শিরজাদ জেলায় একটি সামরিক ঘাঁটির সামনে শনিবার গাড়ি বোমার বিস্ফোরণে আট সৈন্য নিহত হয়েছে। এখানে দেয়া প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।
বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে শিরজাদ জেলার গান্দুমাক এলাকায় সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি সামরিক গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে আট সৈন্য নিহত হয়।
ওই বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একই জেলা থেকে বিস্ফোরক ভর্তি আরেকটি গাড়ি আটক করেছে। জঙ্গিরা নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদ নগরীতে গাড়িটির বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে।
ইতোমধ্যে তালেবানের পক্ষ থেকে শিরজাদ জেলায় ঘটানো বোমা বিস্ফোরণের দায় স্বীকার করা হয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তালেবানের পক্ষে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোল্লা মোহাম্মাদ ইউসুফ কান্দাহারি স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় শিরজাদ জেলায় তার বিস্ফোরক ভর্তি গাড়িসহ নিজেকে উড়িয়ে দেয়। এতে ৫০ জন হতাহত ও সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়।
এএফপি’র অপর এক খবরে বলা হয়,আফগানিস্তানের পূর্বাঞ্চলে দেশটির প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিতে এক আত্মঘাতি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত আট সদস্য নিহত হয়েছে।
তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
নানগড়হার প্রদেশে শনিবার এ হামলা চালানো হয়। একজন আত্মঘাতি হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি চালিয়ে ঘাঁটির ভেতরে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়।
নানগড়হার প্রদেশের ডেপুটি প্রধান আজমল ওমর হামলার কথা নিশ্চিত করে নিহতের সংখ্যা ১৫ বলে উল্লেখ করেন। এছাড়া আহত হয়েছে আরো ৫ জন।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের গ্রুপ এ হামলা চালিয়েছে।
গভর্ণরের কার্যালয় থেকে বলা হয়েছ, নিরাপত্তা বাহিনী প্রাদেশিক রাজধানী জালালাবাদের কাছ থেকে বিস্ফোরক ভর্তি অপর একটি গাড়ি আটক করেছে।
উল্লেখ্য, তালেবান ও আফগান সরকারের মধ্যে সেপ্টেম্বরে শুরু হওয়া শান্তি আলোচনা চলমান সত্ত্বেও আফগানিস্তানে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে।
বাসস/জুনা/এমজেড/১৬২৫/-জেহক