কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৬৪ জন

336

কুমিল্লা (দক্ষিণ), ৩০ জানুয়ারি, ২০২১, (বাসস) : কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে শিক্ষার্থীরা। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৬৪ জন। আজ শনিবার বেলা ১১টায় এ ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলা রয়েছে। কুমিল্লা, বি-বাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবদুস সালাম জানান, গত বছরের এপ্রিল মাসে এই পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসির ফলাফল মূল্যায়ন করে এবারের ফলাফল তৈরি করা হয়েছে।