বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জজদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বক্তব্য দেবেন

203

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল ৩১ জানুয়ারি দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজগণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক,এমপি আগামীকাল ৩১ জানুয়ারি রবিবার সন্ধ্যা সোয়া ৬ ঘটিকায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।’
দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজগণ-কে উক্ত অনুষ্ঠানে যথাসময়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হল।