টটেনহ্যাম তারকা হ্যারি কেন ইনজুরিতে

420

লন্ডন, ৩০ জানুয়ারি ২০২১ (বাসস) : গোঁড়ালির ইনজুরিতে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে চলে যাবার শঙ্কায় পড়েছেন টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেন। বৃহস্পতিবার লিভারপুলের কাছে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে ইংলিশ অধিনায়ক ইনজুরিতে পড়েন।
এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে ১২ গোল করা কেন ঘরের মাঠের ম্যাচটিতে প্রথমার্ধে দুইবার চিকিৎসা নেবার পর দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি। কেনের সাম্প্রতিক গোঁড়ালির ইনজুরির ইতিহাস থেকে স্পার্স কোচ হোনে মরিনহো বেশ দু:শ্চিন্তায় পড়েছেন। মরিনহো বলেছেন, ‘দুটি ট্যাকেলেই বেশ বাজেভাবে হয়েছে। বিশেষ করে থিয়াগো আলকানটারার করা প্রথমটি। দ্বিতীয়টি প্রসঙ্গে আমি ভালমত বলতে পারবো না। কিন্তু দুটি ইনজুরি গোঁড়ালিতে হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রামে চলে যেতে হতে পারে। আমি এখনো নিশ্চিত করে কিছু জানি না।’
রোববার ব্রাইটন সফর দিয়ে টটেনহ্যাম ব্যস্ত সময় শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহে রয়েছে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। কেনের অনুপস্থিতি নিশ্চিতভাবে স্পার্সদের ভোগাবে। মরিনহো বলেছেন, ‘এমন কিছু খেলোয়াড় প্রতিটি দলেই রয়েছে যাদের কোন বদলী খেলোয়াড় নেই। আমাদের অবশ্যই এসব ইনজুরির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, এছাড়া উপায়ও নাই।’