নওগাঁ ও ধামইরহাট পৌরসভায় ভোট গ্রহণ চলছে

310

নওগাঁ, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলার নওগাঁ ও ধামইরহাট পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ সকা‘ল ৮টা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের সারিবদ্ধ ভাবে ভোট প্রদানের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। সকা‘ল ৮টা’বাজার সাথে সাথে এসব কেন্দ্রে ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে তাঁদের ভোট প্রদান শুরু করেছেন।
নওগাঁ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন, নওগাঁ পৌরসভায় ৪১টি কেন্দ্রে মোট ১ লাখ ১৬ হাজার ২শ ৪০ জন এবং ধামইরহাট পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ১২ হাজার ৬শ ৪০ জন ভোটার রয়েছে।
নওগাঁ পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন এবং ধামইরহাট পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।