বাসস ক্রীড়া-১ : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সুবাসিচ

255

বাসস ক্রীড়া-১
ফুটবল-অবসর
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সুবাসিচ
জাগ্রেব, ১৬ আগস্ট, ২০১৮ (বাসস) : ক্রোয়েশিয়ার বিশ্বকাপ গোলরক্ষক ডানিয়েল সুবাসিচ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলার এক মাস পর সুবাসিচ তার সিদ্ধান্তের কথা প্রকাশ করলেন।
এর আগে গতকাল ক্রোয়েশিয়ান তারকা স্ট্রাইকার মারিও মান্দজুকিচ অবসরের ঘোষনা দিয়েছিলেন। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনে লেখা এক পত্রে মোনাকো গোলরক্ষক সুবাসিচ জানিয়েছেন, ‘১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে জাতীয় দলে আমার প্রিয় জার্সিটিকে বিদায় জানাতে হচ্ছে। বিশ্বকাপের অনেক আগেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমার স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার পরে ক্যারিয়ার শেষ করবো। রাশিয়ায় খেলতে পারাটা আমার ক্যারিয়ারের অন্যতম আবেগময় একটি মুহূর্ত। এজন্য সকলকে ধন্যবাদ।’
২০০৯ সালে নিজ জন্মভূমি জাদারের হয়ে তার অভিষেক হয়েছিল। বিশ্বকাপের শেষ ১৬’তে ডেনমার্কের বিপক্ষে পেনাল্টি শুট আউটে জয়ী হয়ে ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেই ম্যাচে তিনটি পেনাল্টি রক্ষা করেছিলেন সুবাসিচ। কোয়ার্টার ফাইনালে তিনি দুটি গোল আটকে দিয়ে রাশিয়াকে বিদায় করতে ক্রোয়েটদের সহযোগিতা করেন।
বাসস/নীহা/১৫২০/স্বব