চাঁদপুরে সাড়ে ২৫০০ কেজি জাটকা জব্দ

304

চাঁদপুর, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস) : কোস্ট গার্ড সদস্যরা সদর উপজেলার হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে ২৫০০ কেজি ইলিশের জাটকা জব্দ করেছেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হরিনা ও বহরিয়া মাছ ঘাটে গতকাল অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫০০ কেজি জাটকা জব্দ করেন।
পরে জাটকাগুলো চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম ফারুক আহমেদ এর উপস্থিতিতে স্থানীয় ২৭ টি এতিমখানা ও স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।