বাসস দেশ-২৪ : চসিকের জোৎস্না উৎসব কাল : পূর্ণিমার আলোয় গানের আয়োজন

119

বাসস দেশ-২৪
চট্টগ্রাম-চসিক উৎসব
চসিকের জোৎস্না উৎসব কাল : পূর্ণিমার আলোয় গানের আয়োজন
চট্টগ্রাম, ২৯ জানুয়ারি ২০২১ (বাসস) : পূর্ণিমার আলোয় বসে গান শুনবেন নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জোৎস্না উৎসব নামে আগামীকাল ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত ৮টা থেকে নগরীর লালদীঘি পার্কে জোৎস্না উৎসব নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পূর্ণিমার চাঁদের আলোতে জোৎস্না উপভোগের পাশাপাশি সংগীতানুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লোকজ, ভাওয়াইয়া, পল্লীগীতি, দেশাত্মবোধক ও রবীন্দ্র-নজরুলসহ চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করবেন। জোৎস্না উৎসবে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
পহেলা ফেব্রুয়ারি সোমবার লালদীঘি পার্কের একই স্থানে কবিতা পাঠ ও পিঠা উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন। প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
বাসস/কেএস/১৯০৫/অমি