বাসস দেশ-২৩ : গোপালগঞ্জে নদীর তীরবর্তী ভূমি উদ্ধার : ১০ লাখ টাকা জরিমানা

151

বাসস দেশ-২৩
গোপালগঞ্জ-জরিমানা
গোপালগঞ্জে নদীর তীরবর্তী ভূমি উদ্ধার : ১০ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২১ (বাসস): গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত এক অভিযানকালে মুধমতি নদীর তীরবর্তী ১শ ২০ একর সরকারি ভূমি দখলমুক্ত এবং দখলদার ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বৃহস্পতিবার সরেজমিনে তদন্ত শেষে উল্লেখিত জমি দখলমুক্ত করেছেন।
তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দখলদার বদর বিশ্বাসকে ১০ লাখ টাকা জরিমানা করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা সহকারি কশিনার (ভূমি) মনোয়ার হোসেন সদর উপজেলার মধুমতি নদীর তীরে এ অভিযান চালান।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন জানিয়েছেন, সদর উপজেলার মানিকদহ গ্রামের বদর বিশ্বাস দীর্ঘদিন ধরে মধুমতি নদীর তীরে চাপাইল ব্রীজ এলাকায় প্রায় ১শ ২০ একর জমি দখল করে বালু বিক্রি করে আসছিলেন। এতে ব্রীজ হুমকির মুখে পড়েছে।
বদর বিশ্বাস আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেছে। তার কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারি কমিশনার জানান, বদর বিশ্বাস আবার সরকারি জমিতে যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯০০/-শআ