বাসস দেশ-১৫ : ভোলায় ৫টি ‘কাড়ি কাইট্রা’ প্রজাতির কচ্ছপ উদ্ধার

110

বাসস দেশ-১৫
কচ্ছপ-উদ্ধার
ভোলায় ৫টি ‘কাড়ি কাইট্রা’ প্রজাতির কচ্ছপ উদ্ধার
ভোলা, ২৯ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ পাঁচটি বিলুপ্ত প্রায় ‘কাড়ি কাইট্রা’ প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের একটি খাল থেকে আহত অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়।পরে প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপগুলো স্থানীয় একটি পুকুরে অবমুক্ত করা হয়।
জেলায় বন বিভাগের বণ্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, একটি চক্র খাল থেকে কচ্ছপ শিকার করে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মিরা শুক্রবার দুপুরে অভিযানে নামে। এসময় মান্তিরহাট এলাকার একটি খাল পাড়ে বন কর্মিদের উপস্থিতি টের পেয়ে ৫টি ‘কাড়ি কাইট্রা’ প্রজাতির কচ্ছপ রেখে পালিয়ে যায় শিকারিরা।পরে কচ্ছপগুলোকে চিকিৎসা দিয়ে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়।
তিনি জানান, ‘কাড়ি কাইট্রা’ প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপালে দেখা যায়। একসময় এদেশের পুকুর ও খালে বিপন্ন প্রজাতির এই কচ্ছপ অনেক দেখা যেত।
বাসস/এনডি/এইচএএম/১৬৩৭/এমকে