আরও দু’টি রিং বসানো হলো গাঙ্গুলীর হৃদযন্ত্রে

297

নয়া দিল্লি, ২৯ জানুয়ারি ২০২১ (বাসস) : দ্বিতীয়বার মত বুকে ব্যথা নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন ভারত ক্রিকেট দলের সফল সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের বর্তমান (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। হাসপাতালে যাবার পর গাঙ্গুলীর ইকো-ইসিজির রিপোর্টে সমস্যা দেখা যায়। গতকাল তার হৃদযন্ত্রে আরও দু’টি রিং বসানো হয়েছে।
রিং বসানোর পর সুস্থবোধ করছেন গাঙ্গুলী। আজ আবারো তার হৃদযন্ত্রের ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে আগামী দু’এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড় পাবেন তিনি। তার আগে আজই জেনারেল বেডে দেওয়া হবে গাঙ্গুলীকে। সারা দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাকে।
হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গাঙ্গুলীর হৃদযন্ত্রে রিং বসানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয়। হাসপাতাল থেকে বের হয়ে দেবী শেঠি বলেন, ‘পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গাঙ্গুলী ভালো আছেন। তার কোনো সমস্যা হয়নি।’
এ ব্যাপারে চিকিৎসক আফতাব খান আরও জানান, ‘গাঙ্গুলী এখন সুস্থ আছেন। আজ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। ইসিজিও করা হবে। সব ঠিক থাকলে আগামী কালই ছাড় পেতে পারেন তিনি।’
গত ২ জানুয়ারি সকালে বুকে ব্যথা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গাঙ্গুলী। হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়ে তার। একদিন পরই তার হৃদযন্ত্রে একটি রিং বসানো হয়। কিন্তু দু’টি রিং বসানো হয়নি।
তবে একটি রিং পড়ানোর পর গাঙ্গুলীকে পর্যবেক্ষণ করে পুরোপুরি ফিট বলে ঘোষনা দিয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তাই এক সপ্তাহ হাসপাতালে থেকে গত ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরেন গাঙ্গুলী। হাসপাতাল থেকে বেরিয়ে গাঙ্গুলী বলেছিলেন, ‘নতুন জীবন ফিরে পেলাম।’
৩ সপ্তাহ হবার আগেই আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গাঙ্গুলী।