বাসস দেশ-৪ : ঈদ উপলক্ষে নওগাঁয় ১ লাখ ৮৭ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ’র খাদ্যশস্য বরাদ্দ

127

বাসস দেশ-৪
ভিজিএফ-বিতরণ
ঈদ উপলক্ষে নওগাঁয় ১ লাখ ৮৭ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ’র খাদ্যশস্য বরাদ্দ
নওগাঁ, ১৬ আগস্ট, ২০১৮ (বাসস) : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁ জেলার ১ লাখ ৮৬ হাজার ৯৫৯ অতিদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ’র আওতায় ৩ হাজার ৭৩৯ দশমিক ১৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে এই বরাদ্দ দেয়া হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম মান্নান বাসসকে জানিয়েছেন, জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভার অনুকুলে এই বরাদ্দ দেয়া হয়েছে। এখন স্থানীয়ভাবে এগুলো বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জানান, জেলার ৯৯টি ইউনিয়নে ১ লাখ ৭৪ হাজার ৬৩৬ অতিদরিদ্র পরিবারের মধ্যে পরিবার প্রতি ২০ কেজি হিসেবে মোট ৩ হাজার ৪৯২ দশমিক ৭২০ মেট্রিক টন এবং জেলার ৩টি পৌরসভায় ১২ হাজার ৩২৩ অতিদরিদ্র পরিবারের মধ্যে পরিবার প্রতি ২০ কে জি করে মোট ২৪৬ দশমিক ৪৬০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলাভিত্তিক ভিজিএফ খাদ্যশস্য বরাদ্দের পরিমাণ হচ্ছে পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে ২৪ হাজার ৭৪৬ পরিবারের মধ্যে ৪৯৪ দশমিক ৯২০ মেট্রিক টন, সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে ২৬ হাজার ৪৪২ পরিবারের মধ্যে ৫২৮ দশমিক ৮৪০ মেট্রিক টন, নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে ২২ হাজার ১৩৬ পরিবারের মধ্যে ৪৪২ দশমিক ৭২০ মেট্রিক টন, নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১৩ হাজার ৪৬০ পরিবারের মধ্যে ২৬৯ দশমিক ২০০ মেট্রিক টন, পতœীতল্ াউপজেলার ১১টি ইউনিয়নে ১২ হাজার ৬২ পরিবারের মধ্যে ২৪১ দশমিক ২৪০ মেট্রিক টন, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে ১৭ হাজার ৬২০ পরিবারের মধ্যে ৩৫২ দশমিক ৪০০ মেট্রিক টন, আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে ৯ হাজার ২৬৬ পরিবারের মধ্যে ১৮৫ দশমিক ৩২০ মেট্রিক টন, রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৮ হাজার ৭৪১ পরিবারের মধ্যে ১৭৪ দশমিক ৮২০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে ১৩ হাজার ৫২৫ পরিবারের মধ্যে ২৭০ দশমিক ৫০০ মেট্রিক টন, বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়নে ১৩ হাজার ৮৮৩ পরিবারের মধ্যে ২৭৭ দশমিক ৬৬০ মেট্রিক টন এবং ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে ১২ নহাজার ৭৫৫ পরিবারের মধ্যে ২৫৫ দশমিক ৬৬০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।
অপরদিকে জেলা তিনটি পৌরসভার মধ্যে নওগাঁ পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন, নজিপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন এবং নজিপুর পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ৬১ দশমিক ৬২০ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে।
বরাদ্দ অনুযায়ী সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের দ্বারা ইতিমধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৪২৫/কেজিএ