৭১ টিভির ভিডিও এডিটর গোপালকে চাপা দেয়া বাসের হেলপার আটক

321

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২১ (বাসস) : রাজধানীর নর্দায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে বাস চাপা দেওয়ার ঘটনায় ঘাতক বাসের হেলপার মাছুমকে ঝালকাঠির নলছিটি থেকে আটক করেছে পুলিশ।
পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী আজ শুক্রবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার পর ওই ঘাতক বাসের চালকের সহকারি (হেলপার) মাছুম ঝালকাঠি পালিয়ে গিয়েছিলো। বাস চালককে ধরতেও অভিযান অব্যাহত আছে।
গত ২৭ জানুয়ারি বিকেল ৪টার দিকে অফিস শেষে মোটরসাইকেল চালিয়ে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। পথে ৪টা ২০ মিনিটে প্রগতি সরণীর যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছলে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে এসে ধাক্কা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরপর অবস্থা গুরুতর হলে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান।
নিহত গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ২০১১ সাল থেকে ইন্ডিপেন্ডেন্টে এবং ২০১৪ থেকে ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কাজ করছেন তিনি।