বাসস বিদেশ-৪ : ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪৬০ ছাড়িয়ে গেছে

154

বাসস বিদেশ-৪
ইন্দোনেশিয়া ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪৬০ ছাড়িয়ে গেছে
জাকার্তা, ১৬ আগস্ট, ২০১৮(বাসস) : ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের লুম্বক দ্বীপে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪৬০ ছাড়িয়ে গেছে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকারীরা আরো লাশ উদ্ধার করায় প্রাণহানির সংখ্যা বেড়ে গেল।
দুর্যোগ মোকাবেলা সংস্থার এক কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানান। খবর সিনহুয়ার।
গত ৫ আগস্ট লুম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।এই ভূমিকম্পের পরে আরো অসংখ্য বার মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর এক সপ্তাহ পরে আবার ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপটি।
ভূমিকম্পে ৭ হাজার ৭৭৩ জন আহত হয়েছে। এছাড়া ৭১ হাজার ৯৬২টি ঘরবাড়ি, ৬৭১টি শিক্ষা অবকাঠামো, একটি হাসপাতাল এবং ১১টি ক্লিনিকসহ ৫২টি স্বাস্থ্য অবকাঠামো, ২০টি অফিস ভবন এবং ৬টি ব্রিজ ধসে পড়েছে। ৪ লাখ ১৭ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
সরকারী মুখপাত্র বলেন, ভূমিকম্পের পরে বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে।
তিনি বলেন, ভূমিকম্পে ৫০৯.৬ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।
বাসস/এমএবি/১৩৪০/জুনা