আরো ১৭৭৮ রোহিঙ্গা ভাসানচর পৌঁছেছে

696

চট্টগ্রাম, ২৯ জানুয়ারি, ২০২১ (বাসস) : আরো ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচর পৌঁছেছে। আজ সকাল ৯টায় পতেঙ্গা নৌঘাট থেকে নৌ-বাহিনীর চারটি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে।
রোহিঙ্গাবাহী জাহাজের সাথে থাকা সময় টেলিভিশনের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট কমল দে বাসস’কে জানান, ‘নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক সকালে রোহিঙ্গাদের জাহাজে তোলার কার্যক্রম পরিদর্শন করেন এবং বিদায় জানান।’
এসব রোহিঙ্গাকে গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রমশেষে বাস যোগে নগরের বিএএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছুদ্দৌজা সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার আরও প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে। তারা ৩৫টি বাসে করে আজ চট্টগ্রামে পৌঁছবে এবং আগামীকাল সকাল ৯টায় ভাসানচরের উদ্দেশে যাত্রা করবে।
সরকার রোহিঙ্গাদের জন্য নিজস্ব অর্থায়নে নোয়াখালী জেলার ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলে। গত ৩ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচর নেওয়ার মধ্য দিয়ে কক্সবাজার থেকে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয় দফায় ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়।