বাসস দেশ-৪৪ : গোপালগঞ্জে ৬টি ইট ভাটা ধ্বংস ও ৬ লাখ টাকা জরিমানা

135

বাসস দেশ-৪৪
ইট ভাটা-জরিমানা
গোপালগঞ্জে ৬টি ইট ভাটা ধ্বংস ও ৬ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৬ টি ইট ভাটা ধ্বংস করে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলার পুখুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ইট ভাটার চিমনী, ক্লিন ভেঙ্গে দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। ধ্বংস করা ইট ভাটা সমূহ হলো-মধুমতি ব্রিক্স, সিরাজ ব্রিক্স, এমবিআই ব্রিক্স, এসএমবি ব্রিক্স, কেএসপি ব্রিক্স ও স্টার ব্রি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মানোয়ার হোসেন বলেছেন, সদর উপজেলার পুখুরিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ ইটভাটা রয়েছে। তাদেরকে বার-বার সতর্ক করার পরেও তারা বিধি সম্মতভাবে ইটভাটা পরিচালনা করেনি। বৃহস্পতিবার ৬ টি ইট ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে, প্রত্যেক ভাটায় ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ পর্যন্ত এই মৌসুমে ওই এলাকার ১৬ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৪০/কেজিএ