বাসস দেশ-৪৩ : সুইমিং পুল নিয়ে অভিযোগ তদন্ত করার পরামর্শ স্থায়ী কমিটির

128

বাসস দেশ-৪৩
কমিটি- যুব ও ক্রীড়া
সুইমিং পুল নিয়ে অভিযোগ তদন্ত করার পরামর্শ স্থায়ী কমিটির
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২১ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সব সুইমিং পুলের বিভিন্ন অভিযোগ সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন।
সভায় সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের ক্রীড়া পল্লী-২ এর আলাদা বিদ্যুতের মিটার সংযোগের ব্যবস্থা এবং নতুন সংযোজিত ইলেক্ট্রনিক্স স্কোর বোর্ড মানসম্পন্ন কিনা তা তদন্ত করে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয় ।
এছাড়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম থেকে দশম বৈঠক পর্যন্ত প্রথম রিপোর্ট আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯৩৫/-অমি