দৌলতখানে বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

255

ভোলা, ২৮ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে আজ ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে জয়নুল আবেদীন ল্যাবরেটারী হাই স্কুলের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে ভিত্তি প্রস্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় এমপি আলী আজম মুকুল। আগামী বছরের জুনের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এখানে এমপি মুকুল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের পাঠ দান কার্যক্রম নির্বিঘœ করার জন্য নিত্য নতুন ভবন করে দিচ্ছে সরকার। এতে করে কোমলমতি ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ পরিবশে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াসিন লিটনসহ স্থানীয় গণ্যমানরা উপস্থিত ছিলেন।