পিরোজপুরে রেজিষ্ট্রি অফিসে ৪০ কোটি টাকা রাজস্ব আদায়

314

পিরোজপুর, ২৮ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলার ৭ উপজেলার ৭টি সাব রেজিষ্ট্রার অফিসের বিভিন্ন খাত থেকে জানুয়ারি ২০২০ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩৯ কোটি ৫৫ লক্ষ ১৬ হাজার ৬০৩ টাকা। ২০১৯ সালের একই সময়ে আদায় হয়েছিল ৪৯ কোটি ১০ লক্ষ টাকা।
গত অর্থ বছরে সবচেয়ে বেশি রেজিষ্ট্রি রাজস্ব আদায় হয়েছে জেলার দক্ষিণ প্রান্তের সাগর নিকটবর্তী উপকূলীয় উপজেলা মঠবাড়িয়া থেকে। এ উপজেলায় সাব-রেজিষ্ট্রি অফিস থেকে ১০ কোটি ৬৪ লক্ষ ৬২ হাজার ৬৯২ টাকা আয় হয়েছে। পিরোজপুর সদর সাব রেজিষ্ট্রি অফিসে ৯ কোটি ৫১ লক্ষ ৭৭ হাজার ৬৪০ টাকা, স্বরূপকাঠীতে ৫ কোটি ৫৮ লক্ষ ৫৯ হাজার ৭০১ টাকা, ভান্ডারিয়ায় ৫ কোটি ৩৩ লক্ষ ৯৩ হাজার ৭৪২ টাকা, নাজিরপুরে ৪কোটি ৩৫ লক্ষ ১৫ হাজার ৫০৫ টাকা, ইন্দুরকানীতে ২ কোটি ৬০ লক্ষ ৪৯ হাজার ১৩ টাকা এবং কাউখালীতে আদায় হয়েছে ১ কোটি ৫০ লক্ষ ৫৮ হাজার ৩শত ১০ টাকা। পিরোজপুরের জেলা রেজিষ্ট্রার মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদার জানান, জেলার প্রতিটি সাব রেজিষ্ট্রি অফিসে সেবা গ্রহীতাদের হয়রানীমুক্ত পরিবেশে সর্বোচ্চ সেবা প্রদান করা হয়ে থাকে। চলতি অর্থ বছরেই মঠবাড়িয়া এবং ইন্দুরকানীতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাব রেজিষ্ট্রি অফিস নির্মাণ করা হবে। রাজস্ব আয় কমে যাবার কারণ জানতে চাইলে রেজিষ্ট্রি অফিস সংশ্লিষ্ট দলিল লেখকসহ অন্যান্যরা জানান, করোনা মহামারীর কারণে বেশ কয়েক মাস দলিল রেজিষ্ট্রি বন্ধ থাকায় ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে রাজস্ব আদায়ের পরিমাণ কম ছিল। এখন সবকিছু স্বাভাবিক হওয়ায় চলতি বছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হবে।