জয়পুরহাটে স্কাউটসের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

279

জয়পুরহাট, ২৮ জানুয়ারি, ২০২১(বাসস) : শিশুদের সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক করে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাব স্কাউট দল গঠন ও পরিচালনার জন্য শুরু হওয়া ৫দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্স বুধবার রাতে মহা তাঁবুজলসার আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় জয়পুরহাট পিটিআইতে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী ৫৯০ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্স শেষে বুধবার রাতে সমাপনী ও মহাতাঁবুজলসা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো: শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মহাতাঁবুজলসা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত ফারজানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। কোর্স পরিচালক বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার রায়হানুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা স্কাউটসের সম্পাদক ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় তাঁবুজলসা অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষকরা বিভিন্ন সংগীত , নাটক পরিবেশন করেন । ৫দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সে কাবদল গঠন ও পরিচালনা বিষয়ক দক্ষতা উন্নয়ন মূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয় । জেলার পাঁচ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক শিক্ষিকা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।