বাসস দেশ-৩৭ : বান্দরবানে চারটি ইটভাটাকে নয়লাখ টাকা জরিমানা

145

বাসস দেশ-৩৭
ইটভাটা-জরিমানা
বান্দরবানে চারটি ইটভাটাকে নয়লাখ টাকা জরিমানা
বান্দরবান, ২৭ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটাকে নয়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন আজ বুধবার দিনব্যাপী ফাইতং ইউনিয়নের বিভিন্নস্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন ।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার প্রমুখসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ব্যতিত ইট প্রস্তুুত, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ইটভাটায় জ্বালানী হিসাবে কাঠ ব্যবহারের দায়ে এসবিডব্লিউ ব্রিকসকে দুইলাখ পঞ্চাশ হাজার টাকা, এফএসি ব্রিকসকে দুইলাখ টাকা, এমএমবি ব্রিকসকে দুইলাখ টাকা এবং ফাইভ বিএমকে দুইলাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার চিমনি ও তৈরিকৃত ইট ধবংস করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলার সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০০৫/এমকে