বাসস দেশ-২৫ : মুজিববর্ষে বিএনসিসি’র স্বেচ্ছাসেবা সপ্তাহ উপলক্ষে মাগুরায় ক্যাম্পিং

185

বাসস দেশ-২৫
মুজিববর্ষ- বিএনসিসি
মুজিববর্ষে বিএনসিসি’র স্বেচ্ছাসেবা সপ্তাহ উপলক্ষে মাগুরায় ক্যাম্পিং
মাগুরা, ২৭ জানুয়ারি ২০২১ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’তে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর স্বেচ্ছাসেবা সপ্তাহ উপলক্ষে আজ জেলায় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ দুপুর ১২টায় এক আলোচনাসভার আয়োজন করা হয়।
খুলনা সুন্দরবন জি-আর্টিলারি রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে¡ এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিএনসিসি সুন্দরবন ২৪ রেজিমেন্টের ব্যাটেলিয়ান কমান্ডার মো. শাহিনুর রহমান, ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ প্রমুখ।
আলোচনাসভা শেষে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা, মাস্ক বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধ প্রভৃতি উপলক্ষে শহরে র‌্যালি বের হয়।এ সময় বিএনসিসি’র সদস্যরা করোনা ও ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭১০/-এমকে