বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : নৌপরিবহন মন্ত্রী

727

মাদারীপুর, ১৫ আগস্ট, ২০১৮ (বাসস) : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা এই খুনীদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্টরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বুধবার বিকেলে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার ও সাবেক পৌর মেয়র খলিলুর রহমান খানসহ অন্যরা।
নৌপরিবহন মন্ত্রী বলেন, বিদেশে যারা পালিয়ে আছে তাদের ফেরত আনতে হলে বিদেশী আইন ও বিধি বিধান মেনেই ফেরত আনতে হবে। তবে কিছু প্রতিবন্ধকতা থাকলেও যুক্তরাষ্ট্রে যে খুনি রয়েছে তাকে ওই দেশের সরকার ফেরত দিতে সম্মত হয়েছে।
খুনিদের আদালতের বিচারের পাশাপাশি প্রাকৃতিক বিচারও হয়েছে। এই বিচারে অনেকে মারাও গেছেন বলেও জানান নৌমন্ত্রী।