বাসস দেশ-১ : জাজিরায় দুজন কৃষি উদ্যোক্তাকে পিক-আপ ভ্যানের চাবি হস্তান্তর

171

বাসস দেশ-১
পিক-আপ ভ্যান
জাজিরায় দুজন কৃষি উদ্যোক্তাকে পিক-আপ ভ্যানের চাবি হস্তান্তর
শরীয়তপুর, ২৭ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলার জাজিরা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে দুই জন কৃষি উদ্যোক্তার হাতে দুইটি পিক-আপ ভ্যানের চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পষিদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: আমির হামজা কৃষি উদ্যোক্তা ফ্রেন্ডস নার্সারীর স্বত্বাধিকারী আলেম শরীফ ও মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: জাহাঙ্গীর হোসেনের হাতে ১৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের দুইটি পিক-আপ ভ্যানের চাবি তুলে দেন। কৃষি পণ্যের সহজ বাজারজাতকরনের লক্ষ্যে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এ কর্মসূচী বাস্তবায়ন করছে। বিতরণ অনুষ্ঠানে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফজাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৪০/নূসী