ফেনীতে সেচের পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ

228

ফেনী, ২৬ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ সেচের পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিনদিন ব্যাপি এক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা সদরের পাঁচগাছিয়ায় বিএডিসি (সেচ) কমপ্লেক্সে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
বাংলাদেশ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ফেনী (ক্ষুদ্রসেচ) জোন ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ক্ষুদ্র সেচ প্রকল্প’র আওতায় এ কর্মসূচির আয়োজন করে।
বিএডিসি (সেচ)-এর নোয়াখালী অঞ্চলের নির্বাহী প্রকোশলী মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসি (সার) নোয়াখালী অঞ্চলের যুগ্ম-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ সরোয়ার জাহান এবং ফেনীতে বিএডিসি (সেচ) সহকারী প্রকোশলী মো. কামরুল হাসান।
নির্বাহী প্রকৌশলী মো. আলী আশরাফ জানান, কৃষকদের জন্য ২টি বিভাগে তিনদিন করে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।প্রতিটি বিভাগে ৩০ জন করে মোট ৬০ জন কৃষক প্রশিক্ষণ নিবেন।