দিনাজপুরে পাট চাষিদের মাঝে সার ও কীটনাশক বিতরণ

338

দিনাজপুর, ২৫ জানুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ বোচাগঞ্জ উপজেলায় পাট বীজ উৎপাদনের জন্য বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর দুইটায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়।
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নতপ্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ১৮০জন নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষির মধ্যে প্রথম পর্যায়ে ৪৪জন চাষির মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়।
বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দীন শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফ আফজাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহওনেয়াজ পারভেজ সাহান, পল্লী উন্নয়ন অফিসার মো. সেলিম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বিভীষন চন্দ্র রায়, উপ-সহকারী (উদ্ভিদ) সংরক্ষন অফিসার মো. রাসেল মামুন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১২ কেজি দুইশ’ গ্রাম রাসায়নিক সার ও ৫০ মিলিগ্রাম কীটনাশক দেয়া হয়।