বাসস বিদেশ-৯ : অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যাত্রীদের কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ স্থগিত করেছে

343

বাসস বিদেশ-৯
অস্ট্রেলিয়া-কোভিড-১৯
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যাত্রীদের কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ স্থগিত করেছে
ক্যানবেরা, ২৫ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়া সরকার নতুন ধরনের ভাইরাসের ঝুঁকি হ্রাসে নিউজিল্যান্ডের যাত্রীদের জন্যে ন্যূনতম ৭২ ঘন্টা কোয়ারেন্টাইন -মুক্ত ভ্রমণ ব্যবস্থা স্থগিত করেছে।
সোমবার বিকেলে.অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে হান্ট, তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেন। খবর সিনহুয়া’র।
রোববার নিউজিল্যান্ড সরকার দেশটিতে একটি কোভিড-১৯ আক্রান্ত শনাক্তের ঘোষণা দেয় ও সোমবার সকালে সংক্রমণটি কোভিড-১৯-এর নতুন রূপ হিসেবে নিশ্চিত করে।
একই সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান চিফ মেডিকেল অফিসার মাইকেল কিড বলেন, সোমবার আক্রান্ত ওই ব্যক্তির কোভিড-১৯-এর উদ্বেগজনক বি ১৩৫১ রূপান্তর শনাক্ত হয়েছে যেটি প্রথম অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল। কিড বলেন, নতুন রূপটি অধিকতর সংক্রামক ও উচ্চতর ঝুঁকিবাহী।
২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সরকার নিউজিল্যান্ড ভ্রমণকারীদের জন্য দেশটির সীমান্ত চালু করে কোভিড-১৯ হটস্পট হিসাবে চিহ্নিত নয় এমন অঞ্চলের বাসিন্দাদের কোরেনটাইনমুক্ত প্রবেশের অনুমতি প্রদান করে।
বাসস/ অনু- জেজেড/২১৩৫/কেএমকে