নীলফামারীতে যান্ত্রিক পদ্ধতিতে ‘সমলয়ে’ ধানের চারা রোপন উদ্বোধন

516

নীলফামারী, ২৫ জানুয়ারি ২০২১ (বাসস): শ্রমিক সংকট কাটিয়ে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে জেলায় আজ যান্ত্রিক পদ্ধতিতে ‘সমলয়ে’ বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলার সদর উপজেলার তরুণীবাড়ী গ্রামে ৭৭জন কৃষকের ১৫০ বিঘা জমিতে যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল, উপপরিচালক (উদ্ভিদ) মো. মাজেদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, যন্ত্রের মাধ্যমে একই সময়ে একই এলাকার জমিতে চারা রোপন করে প্রয়োজনীয় পরিচর্যার পর উৎপাদন বৃদ্ধি পাবে পাবে ১৫ থেকে ২০ শতাংশ। এ পদ্ধতিতে বিশেষভাবে ট্রেতে বীজতলা তৈরির পর চারা রোপন থেকে ধান কাটা-মাড়াই এমনকি বস্তায় ভরা পর্যন্ত কাজটি সম্পন্ন হবে যন্ত্রের মাধ্যমে। এতে শ্রমিক সংকট দূর হবার পাশাপাশি উৎপাদন খরচ কমবে প্রায় ৫০ শতাংশ।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওবায়দুর রহমান ম-ল জানান, শ্রমিক সংকট মেটাতে কৃষিতে যান্ত্রিকরণের প্রক্রিয়া ‘সমলয়ে’ পদ্ধতি শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় কৃষক ফসলি জমিতে একই সময়ে একই জাতের ধান আবাদ, পরিচর্যা ও কর্তন পর্যন্ত একই সময়ে যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে। এতে শ্রম সাশ্রয় ও উৎপাদন খরচ কমবে এবং প্রাকৃতিক দুর্যোগেও তেমন ক্ষতি হবে না।