বাসস দেশ-৩২ : বান্দরবানে পাটজাত সামগ্রি ব্যবহার না করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

127

বাসস দেশ-৩২
পাটজাত দ্রব্য- জরিমানা
বান্দরবানে পাটজাত সামগ্রি ব্যবহার না করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা
বান্দরবান, ২৫ জানুয়ারি ২০২১ (বাসস): জেলার লামা উপজেলায় পাটজাত সামগ্রি ব্যবহার না করায় আজ ছয়জন ব্যবসায়ীকে ৭০ হাজার দুইশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ রোধ ও পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে চাল, সার, হলুদ, মরিচ ও আলুসহ ১৯টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সোমবার দুপুরে উপজেলায় অভিযান শুরু হয়। এ সময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ভর্তি চাল মজুদ করায় পাটজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে জনতা রাইস মিলের মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার, ব্যবসায়ী আবদুল মন্নানকে ৫ হাজার, নুরুল ইমলামকে ১০ হাজার টাকা, ওসমান গণিকে ১০ হাজার টাকা, মো. ইব্রাহিমকে ২ হাজার টাকা, শাহরিয়ার আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় সংক্রমন নিয়ন্ত্রণ আইনে আবুল খায়ের নামের এক ব্যক্তিকে দুইশ’ টাকা ও ফ্রিজে বাসি খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে কামাল উদ্দিনকে দুইহাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১০/এমকে