বাসস ক্রীড়া-২০ : সর্বোচ্চ উইকেট শিকারী মিরাজ

124

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-তৃতীয় ওয়ানডে
সর্বোচ্চ উইকেট শিকারী মিরাজ
ঢাকা, ২৫ জানুয়ারি ২০২১ (বাসস) : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্বাগতিক দলের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৩ ইনিংসে ৭ উইকেট শিকার করেছেন তিনি। গড়- ১০ দশমিক ২৮।
মিরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ফলে তালিকার দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছেন সাকিব-ফিজ।
৪টি করে উইকেট আছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনের।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী :
বোলার ম্যাচ ওভার রান উইকেট গড় ইকোনমি
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ৩ ২৬.৪ ৭২ ৭ ১০.২৮ ২.৭০
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩ ২২.১ ৫০ ৬ ৮.৩৩ ২.২৫
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩ ২০.০ ৫৯ ৬ ৯.৮৩ ২.৯৫
হাসান মাহমুদ (বাংলাদেশ) ৩ ১৫.০ ৮২ ৪ ২০.৫০ ৫.৪৬
আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ২৯.২ ১১৭ ৪ ২৯.২৫ ৩.৯৮
বাসস/এএমটি/২০২৭/স্বব