বাসস দেশ-৩০ : নোয়াখালীতে নির্বাচন কমিশনারের মতবিনিময়

110

বাসস দেশ-৩০
নির্বাচন কমিশনার- মতবিনিময়
নোয়াখালীতে নির্বাচন কমিশনারের মতবিনিময়
নোয়াখালী, ২৫ জানুয়ারি ২০২১ (বাসস): জেলার চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খাঁন।
এ সময় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম সহ নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কর্মকর্তা ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী মনযোগ দিয়ে সংশ্লিষ্ট প্রার্থী ও কর্মকর্তাদের বক্তব্য শোনেন।
পরে নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকাই মূখ্য। নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে আগামি ৩০ জানুয়ারি নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৬/এমকে