বাসস ক্রীড়া-১৫ : কুচকির ইনজুরিতে সাকিব

104

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-সাকিব-ইনজুরি
কুচকির ইনজুরিতে সাকিব
চট্টগ্রাম, ২৫ জানুয়ারি, ২০২১ (বাসস) : সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। ক্যারিবিয়দের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে আজ কুচকির ইনজুরিতে পড়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে আজ ব্যাট হাতে ৫১ রান করা সাকিব বল হাতে মাত্র ৪ দশমিক ৫ ওভার বোলিং করার পর কুচকিতে টান পান। তার ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাকে মাঠ ছাড়তে হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পর্যবেক্ষনে রাখবে বলে বোর্ডের মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিসিবি চিকিৎসব ডা: মনজুর মোরশেদ চৌধুরি জানান, ‘তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ইনজুরিতে পড়ার পর তিনি মাঠে থাকতে পারেনি। আমরা নিয়মিত তার অবস্থা পর্যালোচনা করব এবং আশা করছি সমস্যা হবোনা।’
ম্যাচের ৩০ তম ও নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার সময় ইনজুরিতে পড়েন সাকিব। ব্যাথার কারণে তিনি তাৎক্ষনিক মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে তার ডেলিভারিটি করেন সৌম্য সরকার।
ওয়ানডে শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৩-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।
সাকিবের টেস্ট খেলা সম্পূর্ণ নির্ভর করছে তার ইনজুরির অবস্থার ওপর।
বাসস/এসএমপি/১৯৩০/স্বব