বাসস ক্রীড়া-১৩ : জুটিতে তামিম-সাকিবের ‘২০০০’

105

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-তৃতীয় ওয়ানডে
জুটিতে তামিম-সাকিবের ‘২০০০’
ঢাকা, ২৫ জানুয়ারি ২০২১ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে জুটিতে ২হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তৃতীয় উইকেটে ১২১ বলে ৯৩ রানের জুটি গড়েন তামিম-সাকিব। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে জুটিতে ২হাজার রান পূর্ণ করেন তারা। ৪৪ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে গড়ে ৪৮ দশমিক ৩৯ গড়ে দু’জনে একত্রে ২০৮১ রান করেছেন তামিম-সাকিব।
জুটিতে ২হাজার করতে তামিম-সাকিবের প্রয়োজন ছিলো মাত্র ১২ রান। বাংলাদেশ ইনিংসের ৩৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন তামিম-সাকিব। দলকে ভালো অবস্থায় নিয়ে যাবার পাশাপাশি জুটিতে একটি মাইলফলকও স্পর্শ করেন দুই বন্ধু তামিম-সাকিব।
বাংলাদেশের পক্ষে জুটিবদ্ধ হয়ে সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিম ও সাকিবের। ৮৭ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ৩২০৪ রান করেছেন মুশফিক-সাকিব জুটি।
বাসস/এএমটি/১৯০২/স্বব