বাসস দেশ-২৯ : ১৩দিন পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যানচলাচল শুরু

207

বাসস দেশ-২৯
যানচলাচল-শুরু
১৩দিন পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যানচলাচল শুরু
রাঙ্গামাটি, ২৫জানুয়ারি ২০২১ (বাসস) : তেরদিন পর আজ আবার রাঙ্গামাটি-খাগড়াছড়ি-নানিয়ারচর রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বিকল্প সড়ক দিয়ে আজ সোমবার থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।
রাঙ্গামাটিতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. শাহ আরেফিন জানান, দুর্ঘটনায় কুতুকছড়ি বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় গত কয়েকদিন যানবাহন চলাচল বন্ধ ছিল। দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের ২০ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ান বিকল্প হিসেবে ১৪০ ফুট দীর্ঘ আরেকটি বেইলি ব্রিজসহ ২৪০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করেছে। ফলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
নির্বাহী প্রকৌশলী জানান, এখন থেকে পাঁচটনের অধিক মালামাল নিয়ে কোন যানবাহন এ পথে যাতায়াত করতে পারবেনা।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক কুতুকছড়ি বাজার সংলগ্ন বেইলি ব্রিজ পার হতে গেলে ব্রীজ ভেঙ্গে ঘটনাস্থনে তিনজন নিহত হন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৩৬/এমকে