বাসস দেশ-১৩ : জয়পুরহাটে ইজিবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

115

বাসস দেশ-১৩
ছিনতাইকারি-গ্রেফতার
জয়পুরহাটে ইজিবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
জয়পুরহাট, ২৫ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ইজিবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার ও ছিনতাই হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানায়, গ্রেফতারকৃত ছিনতাই চক্রের ৬ সদস্য হচ্ছে আজিজুল হাকিম বাচ্চু ওরফে রানা (১৯), মুন্না (১৯), মোস্তাকিম হোসেন (১৯), সোহেল রানা (২০), আলামা ইকবাল আসিফ (১৮) ও আব্দুল্লাহ (১৮)।
তিনি বলেন, জেলা শহর থেকে ইজিবাইক ছিনতাই ঘটনার অনুসন্ধানে মাঠে নামে জয়পুরহাট থানা পুলিশের একটি চৌকষদল। তারই ধারাবাহিকতায় রোববার রাতে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালগঞ্জ এলাকার পাকারমাথা নামক স্থানে অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ওই ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ একটি ইজিবাইকসহ ২টি অত্যাধুনিক ধারালো ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়। এ ব্যপারে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫৪০/-কেজিএ