বাসস দেশ-৪১ : ১৫০ জন ট্যানারি শ্রমিককে বিনামূল্যে ওষুধ স্বাস্থ্য সেবা প্রদান

119

বাসস দেশ-৪১
স্বাস্থ্য সেবা- ট্যানারী শ্রমিক
১৫০ জন ট্যানারি শ্রমিককে বিনামূল্যে ওষুধ স্বাস্থ্য সেবা প্রদান
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : ট্যানারি শ্রমিকদের জন্য অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্প থেকে ১৫০ জন ট্যানারি শ্রমিককে ডাক্তারের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
আজ সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প নগরীতে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প থেকে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
সলিডারিটি সেন্টার- বাংলাদেশ অফিসের সহযোগিতায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ট্যানারি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এই স্বাস্থ্যক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রকল্প পরিচালক জনাব জিতেন্দ্র নাথ পাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)-এর সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্যাহ।, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুল মালেক।
নেতৃবৃন্দ বিসিক কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের জন্য ট্যানারি শিল্প এলাকায় দ্রুত একটি স্থায়ী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানান। ট্যানারি শ্রমিকদের মধ্যে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য ক্যাম্প থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ মেডিসিন ও চর্ম রোগীদের পরামর্শ দেয়া হয়।
বাসস/সবি/এমএআর/১৯৫৫/-আরজি