বাসস দেশ-৩৫ : দিনাজপুরের রামসাগরে হরিণ শাবক দেখতে দর্শনার্থী সমাগম

99

বাসস দেশ-৩৫
রামসাগর-চিত্রা হরিণ
দিনাজপুরের রামসাগরে হরিণ শাবক দেখতে দর্শনার্থী সমাগম
দিনাজপুর, ২৪ জানুয়ারি, ২০২১ (বাসস): জেলার সদর উপজেলায় রামসাগর জাতীয় উদ্যানের মিনিচিড়িয়াখানায় চিত্রা হরিণের সংসারে আরো আটটি নতুন শাবক জন্ম নিয়েছে।আর এই হরিণ শাবকগুলোকে দেখতে প্রতিদিন দর্শনার্থীরাও আসছেন রামসাগরে।
দিনাজপুরে রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ও বনবিট কর্মকর্তা সাদেকুর রহমান জানান, নতুন অতিথি শাবকদের নিয়ে রোদের আলোয় মা হরিণগুলো দুধ খাওয়াচ্ছে। আর এ দৃশ্য দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। তারা হরিণ শাবকগুলো দেখার জন্য রামসাগরে আসছেন।
হরিণগুলোর তদারককারী জহুরুল ইসলাম জানান, শাপলা পাতা, বিভিন্ন গাছের পাতা, ঘাস, বাদাম, ছোলাসহ দানাদার খাবার চিত্রা হরিণের খুব প্রিয়। নতুন অতিথি ৮টি হরিণের বাচ্চা জন্মনেওয়ায় সেগুলোকে দেখে দর্শনার্থীরা মুগ্ধ।
রামসাগরের তত্ত্বাবধায়ক জানান, ১৯৯২ সালে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় সরকারিভাবে ৬টি চিত্রা হরিণ আনা হয়। বংশবিস্তারের মাধ্যমে এখন হরিণের সংখ্যা বেড়ে ৬২টিতে দাঁড়িয়েছে।
তিনি আরো জানান, রামসাগর চিড়িয়াখানায় চিত্রা হরিণ ছাড়াও রয়েছে বানর, হুনুমান, ময়ুর, অজগর সাপ ও বিভিন্ন প্রজাতির পেঁচা।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯২০/-এমকে