বাসস দেশ-৩৪ : তিন মাদক বিক্রেতার ১৫ বছরের কারাদন্ড

98

বাসস দেশ-৩৪
মাদক বিক্রেতা-কারাদন্ড
তিন মাদক বিক্রেতার ১৫ বছরের কারাদন্ড
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : মাদক মামলায় তিন ইয়াবা ব্যবসায়িকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
এছাড়া রায়ে প্রত্যেক আসামির ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
আজ রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর বিচারক তেহসিন ইফতেখার এ রায় দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন- মো. সেলিম হাওলাদার, মো. হেলাল উদ্দিন ও মো. ইকবাল।
রায় ঘোষণার আগে কারাগারে আটক দুই আসামিকে আজ আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিততে বিচারক রায় পড়া শুরু করেন। আসামি ইকবাল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৪ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কয়েকজন মাদক বিক্রেতা রাজধানীর ভাটারা এলাকায় একটি মাইক্রোবাসে অবস্থান করছে। তারা কক্সবাজার থেকে বড় ধরনের ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকায় নিয়ে এসে ভাটারা এলাকায় সেগুলো হস্থান্তরের জন্য অপেক্ষা করছিলেন। র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাইক্রোবাসে তেলের ট্যাংকের ভেতর থেকে ৪১ হাজার ইয়াবাসহ আসামি সেলিম হাওলাদার ও হেলাল উদ্দিনকে গ্রেফতার করে।
র‌্যাব সেলিম হাওলাদার, হেলাল উদ্দিন ও মো. ইকবালসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করে। ২০১৮ সালের ২৪ জুলাই র‌্যাব-১ নায়েব সুবেদার মাহবুবুর রহমান ১২ জনকে সাক্ষি করে তিন জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। ২০১৯ সালের ২২ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ১২ জনের মধ্যে বিভিন্ন সময় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯১৫/এএএ