বাসস ক্রীড়া-৫ : করোনার কারণে চাকরি ছাড়লেন বেনিতেজ

106

বাসস ক্রীড়া-৫
ফুটবল-বেনিতেজ
করোনার কারণে চাকরি ছাড়লেন বেনিতেজ
সাংহাই, ২৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : করোনা মহামারির কারণে চাইনিজ সুপার লিগের ক্লাব ডালিয়ান প্রো’র কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন রাফায়েল বেনিতেজ।
লিভারপুল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ প্রতি বছর ১২ মিলিয়ন পাউন্ডের বেতনে ২০১৯ সালে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে ডালিয়ানে যোগ দিয়েছিলেন। এক বিবৃতিতে বেনিতেজ বলেছেন, ‘দূর্ভাগ্যবশত: গত বছর কঠিন পরিস্থিতিতে করোনা সকলের জীবনই পাল্টে দিয়েছে। আমাদের এখানকার প্রকল্পও দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ থেকে আমি ও আমার কোচিং স্টাফ আর ডালিয়ানের সাথে থাকছি না। এখানে এখনো মহামারী বিদ্যমান । আমাদের সকলের জন্যই পরিবারকে সহযোগিতা করাই প্রধান লক্ষ্য। এই ধরনের সিদ্ধান্তে আমরা সবার আগে পরিবারের মতামতকেই প্রাধান্য দিয়েছি।’
গত মৌসুমে সুপার লিগ চ্যাম্পিয়নশীপে পর্বে উঠতে ব্যর্থ হয়েছির ডালিয়ান। ক্লাবটি করোনা মহামারিতে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আট দলের গ্রুপে তারা সপ্তম স্থানে ছিল।
বেনিতেজ বিশ্বাস করেন ক্লাবের যে ভিশন তিনি ছেড়ে যাচ্ছেন তা দ্রুতই বাস্তবায়িত হবে।
বাসস/নীহা/১৫২০/স্বব